গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে বুধবার থেকে শহরে জীবানুনাশক পানি ছিটানো শুরু হয়েছে। এ দিন সকাল থেকে গোপালগঞ্জ পৌরসভা ও ফায়ারসার্ভিসের পক্ষ থেকে বিলিচিং মেশানো এসব পানি ছিটানো হয়। শহরের বিভিন্ন সড়ক ও অলি-গলিতে জীবানুনাশক পানি ছিটানো হয়েছে।
এটি অব্যাহত থাকবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে। গোপালগঞ্জকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতেই এ উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ।