নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২১ মার্চ) সকাল নয়টায় ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে তিনি তার ভোট দেবেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
শেখ হাসিনা ধানমন্ডির সুধা সদনের বাসার ঠিকানার ভোটার। সে হিসেবে তার ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ কেন্দ্র।
করোনা ভাইরাসের শঙ্কা মাথায় নিয়েই শনিবার ঢাকা-১০ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিউল ইসলাম মহিউদ্দিন। আর বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থী শেখ রবিউল আলম রবি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা জন্য এ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে নূর তাপস পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।