,

গোপালগঞ্জে দুই মাদক কারবারির ৩ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় চেকপোস্ট বসিয়ে চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার চরগোবরা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দণ্ডপ্রাপ্তরা হলো- বাগেরহাটের ফারুক (২৬) ও সাদ্দাম (২৮)।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদক নিয়ন্ত্রণ করতে সোমবার বিকালে চরগোবরা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় বাগেরহাটের মোল্লাহাট এলাকার ফারুক (২৬) ও সাদ্দামকে (২৮) চোলাই মদসহ আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের রহমান রাশেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

এই বিভাগের আরও খবর