শরীয়তপুর প্রতিনিধি: পদ্মা সেতুর পিলারের ওপর আরও একটি স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর ৩ হাজার ৭৫০ মিটার দৃশ্যমান হলো।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে সেতুর জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নম্বর পিলারের ওপর ২৫তম স্প্যান বসানো হয়। এর আগে ১১ ফেব্রুয়ারি প্রকল্পের জাজিরা প্রান্তে ২৪তম স্প্যান বসানো হয়।
সেতুর উপসহকারী প্রকোশলী হুমায়ুন কবির দৈনিক অধিকারকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নম্বর পিলারের কাছে আনা হয়। ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বহন করে এনেছে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন। এর পর স্প্যান পিলারের ওপর বসানোর কাজ চলে, তিনটার দিকে বসানো সম্পন্ন হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৮টির কাজ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ১০, ১১, ২৬ ও ২৭ নম্বর পিলারের কাজ শেষ হবে।