হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম: সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে হালদা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রুহুল আমীন।
ইউএনও রুহুল আমীন জানান, উপজেলার ইন্দিরা ঘাট এলাকায় হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনের একটি ড্রেজার ও প্রায় এক কিলোমিটার একটি পাইপ জব্দ করা হয়। পরে জব্দ করা ড্রেজার এবং পাইপ ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, হালদা নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙে গিয়ে ভেঁড়ি বাঁধের ব্যাপক ক্ষতি করছে অসাধু বালু ব্যবসায়ীরা। অথচ সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই হালদার পাড় নির্মাণ করে যাচ্ছে। গত এক বছর চার মাসে হালদায় অভিযান চালিয়ে ৭ টি ড্রেজার এবং ১২ টি বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।