গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। জেলা সমবায় কর্মকর্তা ফায়েকুজ্জামান শেখের বাড়ির পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাজুনিয়া গ্রাম থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজুনিয়া গ্রামে জেলা সমবায় অফিসের কর্মকর্তা ফায়েকুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি পুকুর থেকে দেশীয় ৪টি ঝুপি, ২টি ঢাল ও ২টি কাতরা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় জেলা সমবায় কর্মকর্তা ফায়েকুজ্জামানের দুই ছেলে ও ভাইসহ ৭ জনকে আটক করা হয়েছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।