কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দৈনিক পথযাত্রার সাংবাদিক মিকাইল মিয়ার বাড়িতে দিনেদুপুরে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক মিকাইল মিয়া বলেন, ‘আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমরা স্বামী-স্ত্রী দুজনে সকালে ঘরে ও বাড়ির গেটে তালা দিয়ে মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাই। পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে বাড়িতে গিয়ে দেখি ঘরের দরজার তালা, স্টিলের আলমারী, শোকেস, ওয়ারড্রোপ, ট্রাংক ভাঙ্গা এবং ঘরের সকল মালামাল ছড়ানো-ছিটানো রয়েছে। বিষয়টি তাৎক্ষনিক মোবাইলে পুলিশকে জানাই।’
তবে পূর্বশত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে সাংবাদিক মিকাইল মিয়ার ধারণা।
খবর পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার মো. আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার কলে বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। লিখিত অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’