,

কাশিয়ানীতে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৫শ’ পরীক্ষার্থী

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কাশিয়ানীতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার কাশিয়ানী উপজেলার ৩টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ৫শ’ জন পরীক্ষার্থী।

এর মধ্যে কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৭১০, রামদিয়া সরকারি এসকে কলেজ ও রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠে ১৪৫০ এবং পিংগলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৪০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মিন্টু বিশ্বাস বলেন, ‘পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার এসএসসি পরীক্ষা সুষ্ঠু, দুর্নীতি ও নকলমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উপজেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এছাড়াও কোন অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর