,

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে রতন মিয়া (৩১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) সকালের কসবার মুলকগ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রতন ডাবিরঘর গ্রামের বাবলু মিয়ার ছেলে।

কসবা থানার পরিদর্শক (ওসি) আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর