,

পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার ভোরে উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্বরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির মোল্লা (৩৮) সদর উপজেলার উলপুর গ্রামের আউয়াল মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে গোপালগঞ্জ সদর থেকে মাছ বিক্রির উদ্দেশ্যে ভাঙ্গা যাওয়ার পথে ঘটনাস্থলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী নাছির মোল্লা নিহত হন। পরে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে।
ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের ওসি মো. আতাউর রহমান জানান, পুলিশ পিকআপ ভ্যানটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে কার্যালয়ে নিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে। লাশ নিহতের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর