,

গোপালগঞ্জের আদালতের বারান্দায় ছিনতাইকালে আটক ৩

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বারান্দা থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে আদালত চলাকালীন সময় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ্বাসের আদালতের সামনে বারান্দায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি মোবাইলসেট, কিছু পরিমাণ টাকা ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি ছিনতাইয়ের মামলার প্রস্তুতি চলছে।

গোপালগঞ্জ সদর থানার এস,আই নিতাই চন্দ্র সাহা জানান, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ৮ম তলায় ৫/৬ জনের একদল ছিনতাইকারী আদালতে মামলার হাজিরা দিতে আসা কাশিয়ানী উপজেলার শাকিল মোল্লাসহ আরো ৩/৪ জনকে ভয়ভীতি দিয়ে কিছু টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে আদালতের নিরাপত্তায় নিয়োজিত এ, এস, এই মো. আজিজুল ইসলাম ছিনতাইকারী তুহিন খান (২৪), আরমান কাজী (২০), মাহফুজ সরদারকে (১৯) আদালত চত্তর থেকে আটক করেন।

গ্রেফতারকৃত তুহিন খান ও মাহফুজ সরদারের বাড়ি শহরের পাঁচুড়িয়ায় ও আরমান কাজীর বাড়ি শহরতলীর চরমানিকদাহ গ্রামে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর