নিজস্ব প্রতিবেদক: প্রায় আট বছর পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট। সপ্তাহে তিন দিন- রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
এর আগে, উড়োজাহাজ সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে এই রুটটিতে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। এটি বিমানের ১৭তম রুট।
রবিবার (৫ জানুয়ারি) নতুন এ রুটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে শুরু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা।
‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনারে মোট ২৯৮টি আসন আছে। এর মধ্যে ২৪৭টি ইকোনমি ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ৩০টি বিজনেস ক্লাসের আসন রয়েছে বলে জানা গেছে।
প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। তাদের বহু দিনের আকাঙ্ক্ষা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট।
ইতোমধ্যে ম্যানচেস্টার রুটের প্রথম ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বিমানের মোবাইল অ্যাপ ব্যবহার করে সব গন্তব্যের টিকিট যাত্রীরা নিজের মোবাইল থেকেই কিনতে পারবেন।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ৬টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ রয়েছে।