বিডিনিউজ ১০, ডেস্ক: বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে মুজিববর্ষ পালন নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদেশস্থ বাংলাদেশের মিশন প্রধানদের কাছে লেখা এক পত্রে স্বাগতিক দেশের সরকার, সুশীলসমাজ ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মুজিববর্ষ পালন করার নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী।
মোমেন বলেন, মুজিববর্ষ পালন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালি জাতি হিসেবে আমাদের পরিচয় এবং বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ভূমিকার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন।
বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও প্রবাসীবান্ধব হওয়ার নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. এ কে আব্দুল মোমেন মুজিববর্ষকে সাম্প্রতিককালে বাংলাদেশের অভাবনীয় সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি বিরাট সুযোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকার, সুশীলসমাজ ও জনগণের কাছে বাংলাদেশের সাফল্য তুলে ধরতে মিশনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে নির্দেশনা দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন— বর্তমান বছরে আমাদের প্রবৃদ্ধি ৮ দশমিক ১৫ শতাংশ। শিগগিরই বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ১০ শতাংশের কোঠা স্পর্শ করবে বলে আমরা মনে করছি। বিগত এক দশকে বাংলাদেশের জিডিপি ১৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রায় সাড়ে তিনগুণ মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে মাথাপিছু আয় প্রায় দুই হাজার ডলার। বর্তমানে আমাদের জিডিপি ৩০২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০০৯ সালে মাত্র ১০২ বিলিয়ন মার্কিন ডলার ছিল। রপ্তানি আয় প্রায় তিনগুণ বেড়ে আজ ৪০ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারের ওপরে। গত দেড় দশকে বিনিয়োগ-জিডিপির শতকরা হার ২৬ শতাংশ থেকে বেড়ে ৩১ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে। একই সময়ে বেসরকারি খাতে বিনিয়োগ ৫ গুণ বৃদ্ধি পেয়ে এখন প্রায় ৭১ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য।