গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে দফায় দফায় বৃষ্টিতে শীতে তীব্রতা বেড়েছে। বৃহস্পতিবারের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা আরো কমেছে।
আজ গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া গত ২৪ ঘন্টায় এ জেলায় ৮.৯ মি.লি বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হওয়ার পর শীতে জেঁকে বসতে শুরু করে। কমেতে শুরু করে তাপমাত্রা। গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অফিস ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্র রেকর্ড করে। বৃহস্পতিবার দুপুর থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
হাড় কাপানো শীতে শুক্রবার সকালের দিকে রাস্তাঘাট ফাঁকা ছিলো। এখানে সূর্য্যরে দেখা নেই। বইছে হিমেল হাওয়া। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। একান্ত প্রয়োজন প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। গাড়ি চলাচল করলেও যাত্রী ছিলনা বললেই চলে।
সকালে একটু প্রশান্তি পেতে শীতার্তদের আগুন পোহাতে দেখা গেছে।
শীতে কৃষক, দিন মজুর, খেটে খাওয়া মানুষ সবচেয়ে বিপাকে পড়েছেন। তারা কাজে বের হতে পারছেন না। শিশু ও বৃদ্ধরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছেন।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, আজ শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার মেঘ কেটে গেলে তাপমাত্রা আরো কমে শীত আরো বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ওই কর্মকর্তা।
তিনি আরো জানান, শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘন্টায় এ জেলায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টি ৮.৯ মি.লি মিটার রেকর্ড করা হয়েছে। দফায় দফায় বৃষ্টিতে জেরা জুড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।