,

চকবাজারে হিযবুত তাহরীর সদস্য আটক

ঢাকা:  রাজধানীর চকবাজার এলাকায় উগ্রবাদী ও ধর্মীয় উসকানিমূলক লিফলেট বিতরণের সময় আল আমিন ওরফে পান্না (৩০) নামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর চকবাজারের খাজে দেওয়ান দ্বিতীয় লেন এলাকায় র‌্যাব-১০’র একটি দল অভিযান চালায়। এসময় ১২৬ পাতা উগ্রবাদী ও ধর্মীয় উসকানিমূলক লিফলেট এবং একটি মোবাইল ফোনসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্য আল আমিনকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠনটির মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচারকাজে সক্রিয়ভাবে জড়িত। আল আমিন ও তার সঙ্গীরা উগ্রবাদী বই ও লিফলেট বিতরণের মাধ্যমে সংগঠনের সদস্য সংগ্রহসহ সাধারণ ধর্মভীরু মানুষকে উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে আসছিলেন।

আটক আল আমিনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর