ফেনী প্রতিনিধি: ফেনীতে চোলাই মদসহ ১১ জনকে আটক করেছে র্যাব। সোমবার (১৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় র্যাব তাদের কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করে। যেগুলোর মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
আটক ১১ ব্যক্তি হলেন- জেলার পরশুরাম উপজেলার খোলা পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মো. শফিক ইসলাম (৪৫), সদর উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে মো. শফিউল্লাহ (৪৮), মধ্যম চাড়িপুর এলাকার মৃত করিম উল্লাহর ছেলে মো. ফয়েজ উল্লাহ স্বপন (৪০), বিরিঞ্চি এলাকার মৃত মাসুদুর রহমানের ছেলে মো. মাহবুবুল হক (৪৬), সোনাগজী উপজেলার মৃত সালেহ আহম্মেদের ছেলে মো. জাফর (৪৭), তুলুধুলির হিঞ্জু মিয়ার ছেলে মো. রাশেদ (৩২), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. নিজাম উদ্দিন (৫৪), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের মো. আমজেদ শেখের ছেলে মো. কবির শেখ (৪৫), লক্ষীপুর জেলার সর কসবা গ্রামের মৃত মোমিনুল্লার ছেলে মো. হেলাল উদ্দিন (২৮), চন্দ্রগঞ্জ উপজেলার গন্ধব্যপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. তোফায়েল আহম্মেদ (৫৪), চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার নিউ রাজারপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. নুরুল গনি (৪০)।
ফেনীস্থ র্যাব ৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আসামীদের ইতোমধ্যে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।