,

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ট্রলি চাপায় মোল্লা মো. মনিরুজ্জামান মুন্নু (৫৯) নামে এক খাদ্য পরিদর্শক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮ টায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি শহরতলীর লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ পূর্বপাড়া গ্রামের চাঁন মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলা খাদ্য পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, সকালে হাঁটতে বের হন মুন্নু। এ সময় শহরের লঞ্চঘাট এলাকায় একটি ইটের ট্রলি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রলিটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর