,

‘মাদকসেবীদের জন্য সরকারি চাকরি নেই’

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম (ছবি : সংগৃহীত)

বিডিনিউজ ১০ রিপোর্টমাদকসেবীদের জন্য সরকারি চাকরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘মাদক, জঙ্গিবাদ ও র‌্যাগিং বিরোধী সমাবেশে’ তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা এমন মেশিন কিনেছি, পাঁচ বছর আগে মাদক নিলেও ডোপ টেস্টে তা ধরা পড়বে। আর মাদক নিলে সরকারির চাকরি করার কোনো সুযোগ নেই।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, ডিএমপির ডিসি (সদর দফতর) আনিসুর রহমান, তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পাঁচ বছর আগে মাদক নিলেও খবর আছে। তাই তোমরা মাদককে না বল। মাদক নিয়ে মা বাবার স্বপ্ন নষ্ট কর না।

এই বিভাগের আরও খবর