,

ভয় পেলে দুর্নীতি বিরোধী অভিযান হতো না : প্রধানমন্ত্রী

বিডিনিউজ ১০ রিপোর্টভয় শব্দটি আমার ডিকশোনারিতে নেই, ভয় পেলে দুর্নীতির বিরুদ্ধে অভিযান হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে আইওয়াশ বলছে বিএনপি-এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, যারা দুর্নীতির মূল হোতা সেই খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান তারা তো আগেই শাস্তি পেয়ে গেছে। বাকি যারা আছে তারা আস্তে আস্তে সবাই শাস্তির আওতায় আসবে। আই ওয়াশ কাকে বলে সেটা পরেই দেখা যাবে। তবে বিএনপিই এটা ভালো জানে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি প্রশ্নে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ক্যাসিনো ব্যবসায় যাদের নাম এসেছে এরা সবাই তো আর আওয়ামী লীগের না। এদের মধ্যে অনেক ব্যবসায়ী বিএনপিরও আছে।

দেশে দুর্নীতি শুরু করেছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া উর রহমান বলে উল্লেখ করে তিনি বলেন, ৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে দেশে দুর্নীতি শুরু হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া উর রহমান ক্ষমতায় এসে দেশে সকল ধরনের অনিয়ম, দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। আর খালেদা জিয়া ক্ষমতায় আসার পর দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাকি দেশ বেঁচে যাবে এমনটাই তো বলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন হয়েছে। মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে। ৭৫ এর ১৫ আগস্টের পর যে সম্মান হারিয়ে গিয়েছিল, সেই সম্মান আবার ফেরত নিয়ে এসেছে আওয়ামী লীগ।

তিনি বলেন, ক্যাসিনো ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত এটা ঠিক না। এটা বোর্ডের কিছু না। কাসিনোতে যিনি ছিলেন, তিনি ধরা পড়েছেন। এছাড়া দেশের মধ্যে এ ধরনের একটা কাণ্ড চলেছে, কেউই তো জানত না! সংবাদমাধ্যমও তো জানে না! কাজেই কখন কে কীসে ধরা পড়ে তার কোনো ঠিক নেই।

শেখ হাসিনা বলেন, সাংবাদিকরা এত খবর রাখেন অথচ ক্যাসিনো জানেন না কেন। এতদিন ধরে কোনো একটা গণমাধ্যম এমন নিউজ দিতে পারল না। এ জবাব কি সাংবাদিকরা জাতির কাছে দিতে পারবেন।

তিনি বলেন, আমারও প্রশ্ন এ রকম ঘটনা ঘটে যাচ্ছে কেউ জানে না। মানুষ যখন অপরাধের সঙ্গে জড়ায় হয়তো প্রথম কেউ জানে না। কিন্তু একপর্যায়ে থাকে ধরা পড়তেই হবে। কেননা, কখন কে কোন অপরাধে ধরা পড়ে তার কোনো ঠিক নেই। আর অপরাধ করলে ধরা তাকে পড়তেই হবে।

ক্রিকেটারদের দাবি- দাওয়া বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিবিকে তারা জানাতে পারত। আন্দোলনে না গিয়ে দাবি-দাওয়া উত্থাপন করতে পারত। তবে সেটা এখন মিটমাট হয়ে গেছে। কেননা, আমরা যেভাবে আমাদের ক্রিকেটারদের সমর্থন দিই, পৃথিবীর খুব কম দেশই আছে এমন সমর্থন দেয়। আমাদের ক্রিকেটাররা খেলছেও ভালো।

এই বিভাগের আরও খবর