,

৩ সন্তানের জন্ম দিলেন সাদিয়া

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের এক দরিদ্র পরিবারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন সাহিদা বেগম নামে এক প্রসূতি। তবে ওই প্রসূতি মা এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বর্তমানে সুস্থ আছেন।

জন্ম নেওয়া ছেলের নাম রেখেছেন মানিক আর মেয়েদের নাম রেখেছেন মুক্তা ও হিরা।

গৃহবধূ সাদিয়ার স্বামী ইকলাছ মিয়া জানান, গত ১৬ অক্টোবর বিকালে প্রসব বেদনা হলে স্থানীয় ডাক্তারের পরামর্শে সাদিয়াকে দ্রুত গাইবান্ধা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সিজারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। নবজাতকদের চিকিৎসা করাতে সহযোগিতা করার কথা জানান দিনমজুর ইকলাছ মিয়া।

এ বিষয়ে গাইবান্ধা ক্লিনিকের ডাক্তার মো. একরামুল হোসেন জানান, তিন শিশুসহ প্রসূতি মা বর্তমানে সুস্থ আছেন। সঠিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে তারা বাড়ি ফিরেছেন।

এই বিভাগের আরও খবর