,

টাঙ্গাইলে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় পদ্মা আবাসিক হোটেল থেকে নুরুন্নবী (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নুরুন্নবী একই জেলার গোপালপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

ওই হোটেলের মালিক সাজিদ আহমেদ জানান, তিনদিন আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এসে নুরুন্নবী ওই হোটেলে ওঠেন। রোববার সকালে হোটেলের কর্মচারীরা তার কক্ষ আটকানো দেখে তাকে ডাক দেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে মালিককে (সাজিদ) জানান। খবর পেয়ে হোটেল কক্ষ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোশারফ হোসেন জানান, এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর