,

দুর্গাপূজা উপলক্ষে ঘাঘর নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি ও প্রানবন্ত করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আজ মঙ্গলবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এই নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার লোকের সমাগম ঘটে।

শত বছরেরও বেশী সময় ধরে চলে আসা এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয় প্রতিবছর বিজয়া দশমীর দিন। এই নৌকা বাইচে কোটালীপাড়ার আশ-পাশের এলাকা ছাড়াও মাদারীপুর বাগেরহাট, বরিশাল জেলা থেকে অসংখ্য দর্শক বাইচ উপভোগ করতে আসেন। এ বাইচে অংশ নেয় নানা রঙ্গের বাচারী নৌকা।

এই নৌকা বাইচে অংশ নেয় গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ১২টি সরেঙ্গা, ছিপ, কোষা বাচারী নৌকা।

এলাকার অধিকাংশ লোকই প্রতি বছর ধরে এ দিনটির জন্য অপেক্ষা করে। অনেকে গ্রামের বাইরে গিয়ে নানা কাজে শহরে জীবনযাপন করেন। কিন্তু এদিন তারা কাটান একেবারেই গ্রাম্য পরিবেশে আর গ্রামীন সংস্কৃতির সঙ্গে।

কথিত আছে যে আজ থেকে প্রায় দেড়শত বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে ঘাঘর নদীতে দুর্গা পূজার বিজয়া দশমীর দিন এখানে মেলা ও নৌকা বাইচের আয়োজন করেছিলেন। সেখান থেকে প্রতি বছর দুর্গা পূজার সময় এখানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া উপজেলার সকল ধর্মের জনগণ এই নৌকা বাইচে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর