কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে যাত্রী পারাপারের সময় খেয়া নৌকাডুবির ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে।
রাজারহাট থানার ওসি কৃষ্ণ চন্দ্র সরকার জানান, দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। বুড়িরহাট স্পারের কাছে খেয়া ঘাট থেকে ২৫ যাত্রী নিয়ে একটি নৌকা তিস্তা নদী পাড়ি দেয়ার সময় ডুবে যায়।
এতে ১৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
দুর্ঘটনার শিকার নৌকার মাঝি আকবর আলী জানান, টি-বাঁধের মাথায় ধাক্কা লেগে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এর পর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এর পর আর কিছু মনে নেই।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান জানান, বিষয়টি দুঃখজনক। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস টিম নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়েছে। ঘটনান্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।