বিডিনিউজ ১০ রিপোর্ট: বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে প্রায় ২০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে পুনরায় এই লঞ্চ চলাচল শুরু হয়।
এর আগে মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে তীব্র স্রোতের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।
গত রাতে প্রচণ্ড ঢেউয়ের কারণে ফেরি চলাচলও বিঘ্নিত হয়। তবে প্রতিকূল স্রোত উপেক্ষা করে রাতে স্বল্প সংখ্যক ফেরি চলাচল করেছে।
দৌলতদিয়া লঞ্চ ঘাট সুপার ভাইজার মো. মোফাজ্জেল হোসেন জানান, স্রোতের তীব্রতা কিছুটা কমায় আজ (বুধবার) সকাল ৬টা থেকে পুনারায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।