কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য কাজী সাকির, কাজী রিজাউল হোসেন রিজু ও মফিজুর রহমান শেখ।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচনের খসড়া ভোটার তালিকা অনুমোদনের জন্য গত ১৪ সেপ্টেম্বর বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভোটার তালিকা নিয়ে কারও কোন অভিযোগ-আপত্তি থাকলে প্রধান শিক্ষককে লিখিতভাবে জানাতে বলা হয়। ভোটার তালিকায় নাম সঠিক হয়নি আপত্তি তুলে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীর অভিভাবক প্রধান শিক্ষক মো. দেলওয়ার আহম্মেদ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু নামে মাত্র কয়েকটি অভিযোগ গ্রহণ করে বাকী অভিযোগগুলো পরিকল্পিতভাবে বাতিল করে দেন প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা। পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা যাচাই-বাছাই এবং অনুমোদনের জন্য ম্যানেজিং কমিটি কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিন্তু অভিযোগকারীদের বিষয় আমলে না নিয়ে নিয়মবহির্ভূতভাবে একই বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাসের স্ত্রী লিপি বিশ্বাসকে তালিকাভূক্তি করেন তারা। লিপি বিশ্বাস নির্বাচনে একজন প্রার্থী বলেও জানা গেছে। এতে অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলওয়ার আহম্মেদ বলেন, ‘স্কুলের চূড়ান্ত যে ভোটার তালিকা তৈরী করা হয়েছে। তা সম্পূর্ণ বিধিমোতাবেক করা হয়েছে। এতে আইনগত কোন জটিলতা নেই।’
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মিন্টু বিশ্বাস অভিযোগের কথা স্বীকার করে বলেন, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।’