গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের সদর উপজেলায় গাঁজাসহ মুরাদ হোসেন (৪০) ও শুভ রায় (২৩) নামে দুইজন মাদক কারবারিকে আটক করেছে বৌলতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার আড়ুয়া কংশুর এলাকা থেকে এক কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকের সত্যতা স্বীকার করে বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই লিয়াকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার আড়ুয়া কংশুর এলাকায় অভিযান চালিয়ে মুরাদকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার মাদক কারবারি শুভকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের শনিবার (৭ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।