,

ফেসবুকে আর দেখা যাবে না লাইক সংখ্যা

বিডিনিউজ ১০, তথ্যপ্রযুক্তি ডেস্কজনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিদিনই স্ট্যাটাস, ভিডিও ও ছবি আপডেট হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারকারীরা অধিক সংখ্যক লাইক পাওয়া পোষ্টগুলো শেয়ার করে থাকে। ফলে অনেক সময় অনেক ভুল তথ্য ভাইরাল হয়ে যায়। হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ পোষ্টও।

ফেসবুক কর্তৃপক্ষের নজরেও এ বিষয়টি এসেছে। ফলে তুলে নেওয়া হতে পারে ফেসবুকের গুরুত্বপূর্ণ এ লাইক সংখ্যার অপশনটি। ফলে পোষ্টদাতা ছাড়া কেউই আর পোষ্টের লাইক সংখ্যা দেখতে পারবে না। ঠিক কবে এ অপশনটি তুলে নেয়া হবে সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে পরীক্ষামূলকভাবে লাইক সংখ্যা দেখতে পারার ফিচার তুলে দেয়ার বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সম্প্রতি ইনস্টাগ্রাম ঘোষণা দিয়েছে, তারা সাতটি দেশে লাইক গণনা করার সুবিধা তুলে নেয়ার বিষয়টি পরীক্ষা করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারী যাতে পোস্ট করা ছবি বা ভিডিও কত লাইক পেয়েছে তাতে গুরুত্ব না দিয়ে তা শেয়ারের দিকে বেশি মনোযোগ দেয়। ইনস্টাগ্রামের ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্তটি ফেসবুকেও চালু হতে পারে বলে জানা গেছে।

প্রযুক্তি বিশেষজ্ঞ জেন ম্যানচুন ওং সম্প্রতি ফেসবুকে এ অপশন খুঁজে পেয়েছেন। এক টুইট বার্তায় তিনি জানান, ‘ফেসবুক অ্যান্ড্রয়েড অ্যাপে লুকানো লাইক কাউন্টের বিষয়টি পরীক্ষা করছে ফেসবুক।’

ওংয়ের টুইটের পর ফেসবুক কর্তৃপক্ষ প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে লাইক সরিয়ে ফেলার ব্যাপারটি নিয়ে তারা ভাবছে বলে নিশ্চিত করে।

এই বিভাগের আরও খবর