বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দৈনিক নওয়া পাড়া ও সকালের সময় পত্রিকার সাংবাদিক সোহরাব হোসেন রতনের বড় বোন মমতাজ বেগমের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা ৭টায় শহরের হাড়িখালি কাঠেরপোলস্থ তার বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় মমতাজ বেগমের স্বামী শেখ লুৎফর রহমান দুই জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ২০/২৫ জনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্ব বিরোধের জের ধরে সদর উপজেলার গোটাপাড়া গ্রামের ফজর শেখের ছেলে আব্দুর রহমান রসুল (৪২), রহিম মল্লিকের ছেলে মোস্তফা মল্লিক মোস্তা ১০/১৫ খান মটর মটর সাইকেল যোগে ২০-২৫ জন লোক নিয়ে আমার বাড়িতে হামলা করে। এসময় আমার ঘরের বেড়া ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। যাতে আমাদের এক লক্ষ সত্তর হাজার টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া হামলার সময় আমার স্ত্রীকে বেদম মারপিট করে। এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূবর্ক ব্যবস্থা গ্রহন করা হবে।