বিডিনিউজ ১০, তথ্যপ্রযুক্তি ডেস্ক: ই-মেইলে কিছু লিখে পাঠানোর সময় প্রায়ই অনেকের বানান ভুল হয়ে থাকে আর ভুল বানানসহই ই-মেইল পাঠিয়ে দেন কাক্সিক্ষত ব্যক্তির কাছে।
এবার ই-মেইলে ভুল বানান শুদ্ধ করে দেবে জি-মেইল। সেই সঙ্গে ব্যাকরণও শুদ্ধ করে দেবে জি-মেইলের নতুন আপডেট। এক প্রতিবেদনে জানা যায়, গুগল জি-মেইলের নতুন একটি আপডেট আনছে। ওই আপডেট চালু হলে জি-মেইলে যে কোনো ধরনের লেখা স্বয়ংক্রিয়ভাবে শুদ্ধ হয়ে যাবে।
বর্তমানে ওই আপডেটটি জি-সুইট ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। বলা হচ্ছে, লেখার সময় আপনি যদি কোনো বানান ভুল করেন, তাহলে জি-মেইল স্বয়ংক্রিয়ভাবে ভুল বানানটিকে শুদ্ধ করে দেবে।
অন্যদিকে যদি কোনো লেখায় ব্যাকরণে ভুল করেন তাহলে ভুল অংশটিতে ব্ল– লাইন দিয়ে মার্ক করে ব্যবহারকারীকে শুদ্ধ করার নির্দেশনা দেবে।