উপজেলার নওয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান।
নিহতরা হলেন নগরকান্দা থানার রামনগর গ্রামের ধলা ফকিরের ছেলে বাসের চালক রওশন ফকির (৪৫) ও রাজবাড়ীর পাচুরিয়া গ্রামের লক্ষণ কুণ্ডর স্ত্রী বাসযাত্রী মিরা কুণ্ড (৬০)।
তিনি বলেন, ফরিদপুর থেকে বরিশালের টেকের হাটগামী একটি লোকাল বাসের সঙ্গে বরিশাল থেকে রংপুরগামী তুহিন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলে এক বাসের চালক ও এক নারীর মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।”
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।