,

গোপালগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লি নিহত

বিডিনিউজ ১০, গোপালগঞ্জ: গোপালগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মো. ইউনুচ মোল্লা (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঈদের দিন (সোমবার) সন্ধ্যায় সদর উপজেলার বলাকইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুচ মোল্লা ওই গ্রামের ইজাহার উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন ইউনুচ মোল্লা। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর