,

সাঁথিয়ায় সাপের ছোবলে প্রাণ গেল যুবকের

ফাইল ছবি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় বিষধর সাপের কামড়ে আবদুল হান্নান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের সাতানীরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হান্নান উপজেলার সাতানীরচর গ্রামের নওশেরের ছেলে। তিনি পেশায় মৎস্যজীবী ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে হান্নান খালে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় তার জালে একটি বিষধর সাপ আটকে যায়। রাতের অন্ধকারে তিনি ওই সাপ ছাড়াতে গেলে সেটি তাকে কামড় দেয়।

এ সময় হান্নানের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে রাত ১টার দিকে তিনি মারা যান।

এই বিভাগের আরও খবর