কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর ইয়ার আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ওই কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মো. নায়েব আলী খান, বিপ্লব কুমার চক্রবর্তী ও আলাউদ্দিন মিয়া কলেজ সংশ্লিষ্ট দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জয়নগর ইয়ার আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বিভিন্ন সময়ে কলেজে ২০ জন শিক্ষক নিয়োগ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন, বিগত পাঁচ বছরে কলেজের প্রায় দু’শতাধিক মেহগনি গাছ কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ, প্রতি মাসে ভূয়া যাতায়াত বিল ভাউচার দিয়ে অবৈধভাবে অর্থ গ্রহণ করছেন ও ২০১৮ সালে নবীনবরণ অনুষ্ঠানের খরচ বাবদ দেড় লাখ টাকা গায়েব করে দিয়েছেন অধ্যক্ষ শহীদুল ইসলাম। এছাড়া তিনি নিয়মিত কলেজে উপস্থিত থাকেন না এবং অভ্যন্তরীণ অডিট কমিটির সদস্যরা ভূয়া কাগজপত্রে সই না করলে অধ্যক্ষ তাদেরকে কমিটি থেকে বহিস্কারের হুমকি দিয়ে থাকেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
কলেজ অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযোগের কোন কপি আমি হাতে পাইনি। তবে শুনেছি কে বা কারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।’