মো: হাচিবুর রহমান, নড়াইল: নড়াইলের কালিয়ায় ঘেরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফারুক সর্দার (৪০) ও নয়ন বর্মণ (২০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার ভক্তডাঙ্গা গ্রামের একটি ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক সরদার উপজেলার ভক্তডাঙ্গার ছুরবান সরদারের ছেলে এবং নয়ন বর্মন ছোটকালিয়ার ফুলনাথ বর্মনের ছেলে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যে এক সাথে ছয়জনে মাছ ধরতে যায় ওই ঘেরে।
হঠাৎ বজ্রপাতরে শব্দ শুনে তারা দৌড়ে ঘেরের পাড়ে অবস্থিত বিশ্রাম ঘরে গিয়ে আশ্রয় নেয়।
এ সময় বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে দুইজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।