কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় প্রতিপক্ষের গুলিতে খোকন মিয়া (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
রোববার সন্ধ্যার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিভড়াটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া উপজেলার ভাটিভড়াটিয়া গ্রামের মুনসুর আলী দয়ালের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে নিকলী থানার ওসি মো. নাসির উদ্দিন ভুইয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে উপজেলার ভাটিভড়াটিয়া গ্রামের আবু তাহের ও খোকনের মধ্যে দীর্ঘ দিন থেকে বিরোধ চলছিল।
এরই জের ধরে রোববার সন্ধ্যায় স্থানীয় মাঠে শিশুদের ফুটবল খেলা দেখতে যায় খোকনের ছেলে আপন ও তার সঙ্গীরা। এসময় আপন ও তার সঙ্গীদের রাস্তা থেকে আটক করে আবু তাহেরের বাড়িতে নিয়ে মারধর করা হয়।
খবর পেয়ে খোকনসহ তার লোকজন তাদের উদ্ধার করতে গেলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আবু তাহেরের লোকজন বন্দুক দিয়ে গুলি ছুড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে খোকনের মৃত্যু হয়। এ ঘটনায় আফজাল হোসেন নামে এক যুবক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।