শরিফুল ইসলাম, নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতিবাচক ও আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলাবাসীর ব্যানারে এ মিছিল-সমাবেশ হয়।
লোহাগড়ার বঙ্গবন্ধু ক্লাব থেকে মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবদুল হাই, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আশরাফুল আলম, যুবলীগ নেতা শেখ সদরউদ্দিন শামীম ও মোস্তফা কামাল, ছাত্রলীগ নেতা শেখ সগির উদ্দিন সনেট প্রমুখ।
বক্তারা বলেন, মাশরাফী বিন মোর্ত্তজা যখন নড়াইলের উন্নয়নে ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছেন। তখন এক শ্রেণির স্বার্থান্বেষী মহল তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যকারীদেরকে আইনের আওতায় আনা হোক।