কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মটর সাইকেল চাপায় ওমর মুন্সী (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার তিতাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওমর মুন্সী উপজেলার পারুলিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত জব্বার মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর মুন্সী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপজেলার তিতাগ্রামের সিরাজ মুন্সীর ছেলে রাকিব হোসেন পিছন থেকে মটর সাইকেল দিয়ে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওমর মুন্সী মারা যান।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।