,

গোপালগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা উদীচী সংসদ এ কর্মসূচি পালন করে।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় শেখ ফজলুল হক, মনি স্টেডিয়ামের গোপালগঞ্জ উদীচী জেলা সংসদের কার্যালয়ের সামনে থেকে একটি আলোর মিছিল বের করা হয়।

প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ কামাল স্টেডিয়ামের পাশে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভের সমানে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতি স্তম্ভের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

পরে সেখানে জেলা উদীচী সংসদের সভাপতি মো. নাজমুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসুন মন্ডল বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ২৫ মার্চের কাল রাতকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতি দেয়ার দাবি জানান।

এই বিভাগের আরও খবর