লিয়াকত হোসেন (লিংকন): গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সুব্রত ঠাকুর হিল্টু (টেলিফোন) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টায় উপজেলা পরিষদের ফলাফল কক্ষ থেকে এ ফল ঘোষণা করা হয়।
বিজয়ী চেয়ারম্যান টেলিফোন প্রতীকের প্রাপ্তভোট ২২ হাজার ৪১৬। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মো. মোক্তার হোসেন পেয়েছেন ২১ হাজার ৭১৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মো. খাজা নেওয়াজ (তালা প্রতীক) ৩৭ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী (উড়োজাহাজ প্রতীক) জামিনুর রহমান জাপান পেয়েছেন ২৭ হাজার ৮৮৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোহাগী রহমান মুক্তা (পদ্মফুল প্রতীক) ২৯ হাজার ৩৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী (হাঁস প্রতীক) মোছা. তানজিলা বেগম পেয়েছেন ২৪ হাজার ২৬৭ ভোট।