কুষ্টিয়া প্রতিনিধি: ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার ৬টি উপজেলায় ৬১১টি ভোট কেন্দ্রে একযোগে ভোট চলছে। রবিবার সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে খোকসা উপজেলায় প্রকাশ্যে ব্যালটে সিল মারার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার প্রকাশ কুমার ভৌমিককে প্রত্যাহার ও জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
উপজেলা রিটানিং কর্মকর্তা মাফখারা তাসনীন জানান, উপজেলার বরইচারা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার প্রকাশ কুমার ভৌমিক এর বিরুদ্ধে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ উঠে। এ বিষয়ে অভিযোগ জানালে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এছাড়া একই কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দেয়।
অন্যদিকে, মিরপুর উপজেলায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুকুজ্জামান জন। বেলা ১টায় পোড়াদহ বাজারে সাংবাদিকদের বরাত দিয়ে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
কুষ্টিয়ার সহকারী রিটানিং কর্মকর্তা আজাদ জাহান বলেন, জেলার ছয়টি উপজেলায় নির্ধারিত ৬১১টি কেন্দ্রের মধ্যে ৩৬২টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা জুড়ে পুলিশ, র্যাব আনসার ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে ১৩ প্লাটুন বিজিবি। কুষ্টিয়া সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জয়ী হওয়ায় এই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।