,

কাশিয়ানীতে শিশুমেলার উদ্বোধন

শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস, এম মাঈন উদ্দিন।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনাতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পযার্য়ে) শীর্ষক প্রকল্পে জিওবি’র আওতায় দুই দিনব্যাপী মেলা শুরু হয়েছে। শিশুদের জন্য মঙ্গলবার ও বুধবার এ মেলার আয়োজন করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস, এম মাঈন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানার পরিদর্শক মো. ফিরোজ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. অহিদুর রহমান।

এদিকে, সোমবার বিকালে মেলার প্রস্তুতি উপলক্ষে কাশিয়ানী উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।

 

এই বিভাগের আরও খবর