,

নগরকান্দায় হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে পালালেন স্বজনরা

নিহত ফারজানার বাড়িতে প্রতিবেশীদের ভিড়

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর লাশ রেখে স্বজনরা পালিয়ে গেছেন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার আটকাহনিয়া গ্রামের এলাহী শেখের স্ত্রী ফারজানা বেগমকে (২৫) সকালে  হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করলে  স্বজনরা লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

প্রতিবেশীরা জানায়, ফারজানার বাবার বাড়ি ময়মসসিংহে। এলাহী শেখে ঢাকায় মুরগীর ব্যবসা করার সুবাদে ফারজানার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ে করেন। বৃহস্পতিবার সকালে তাদের দুজনের ঝগড়া হয়েছে।

নগরকান্দা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরহাদ হোসেন বলেন, স্বজনরা জানিয়েছেন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ফারজানা। আমি পরীক্ষা করে রোগীকে মৃত ঘোষণা করলে স্বজনরা পালিয়ে যায়।

নগরকান্দা থানার ওসি মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর