নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড নিবাসী মহানগর যুবলীগ নেতা
আনোয়ার জওদাদ শিশির(৫০) আর নেই।
বুুধবার রাত দেড়টায় রাজধানীর ইউনিভার্সেল(আইসিউ)হসপিটালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাাহি…রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১কণ্যা সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন সাজনু,প্রচার সম্পাদক এ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন,মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মন্তাজউদ্দিন মন্টু, বন্দর থানা য্দুলের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান বলাই, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. সুমন মিয়া, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য মনসুর সাদেক আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বাদ জোহর মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় সিটি কর্পোরেশনের কবরস্থানে তাকে দাফন করা হয়।