,

কালিয়ায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কালিয়ার বাগুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

হাচিবুর রহমান চৌধুরী: কালিয়া উপজেলার ৭৩ নং বাগুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৬ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামিমুর রহমান ওসি। খান মহাব্বতের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিক বাবলুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোল্লা মোকাররম হোসেন (হিরু), সি,এম,বি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. নাফিউল কাজী, প্রাক্তন সভাপতি ড. হারুর অর রশিদ, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. বাইজিদ মোল্লা, সাংবাদিক মো. হাচিবুর রহমান, চৌধুরী,  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. আয়েশা আক্তার, পরিচালনা কমিটির সদস্য শিক্ষক মাসিকুল আলম, শিক্ষিকা মিনারানি, শিক্ষিকা রেখা, শিক্ষিকা মাকসুদা বেগম প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জনের হাতে পুরস্কার তুলে দেন।

এই বিভাগের আরও খবর