কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: আসন্ন কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চান সাবেক ছাত্রনেতা শেখ বুলবুল আহাম্মেদ।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার রামদিয়া সরকারি এসকে কলেজের সাবেক ভিপি বুলবুল আহাম্মেদ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাবেন এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের।
মনোনয়ন প্রত্যাশী শেখ বুলবুল আহাম্মেদ বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করবো।’
তিনি আরো বলেন, ‘এলাকার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট, হাট-বাজারের সার্বিক উন্নয়ন করতে চাই। এছাড়াও মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবো।’
এ জন্য তিনি কাশিয়ানী উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।