কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় এতিম ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় রাজিয়া খাতুন কওমী মহিলা মাদরাসা চত্ত্বরে মেসার্স মারুফ এন্টারপ্রাইজের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
মেসার্স মারুফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লাভলু শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক এতিম ও প্রতিবন্ধীদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো. নজহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়া, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, গোপালপুর ইসলামিয়া মাদরাসার মোহতামিম মাওলানা কবিরুল ইসলাম, রাজিয়া খাতুন কওমী মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী বশির বীন সামচুউদ্দিন উপস্থিত ছিলেন।