,

মণিরামপুরে বাড়ির উঠানে বোমা বিস্ফোরণে শিশুসহ আহত ৪

মণিরামপুরে উঠানে বোমা বিস্ফোরণে আহত।

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজলোর ঝাঁপা গ্রামে বাড়ির পাশে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে একই পরিবারের চারজন আহত হয়েছেন।

সোমবার বিকেলে বাড়ির উঠানে বালির স্তূপে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এত আহত হন ঝাঁপা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে দিলারা খাতুন (২০), পুত্রবধূ লাবনী খাতুন (২৩), নাতি রাসেল (৬) ও নাতনি ফাতেমা (৭)। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্বজনরা জানান, বাড়ির উঠানের বালির স্তূপে দুর্বৃত্তরা দুটি বোমা লুকিয়ে রেখে যায়। সোমবার বিকালে শিশু ফাতেমা ও রাসেল বালির স্তূপে খেলতে গিয়ে লাল টেপ জড়ানো দুটি বস্ত দেখতে পায়। সেখান থেকে শিশু রাসেল একটি তুলে মাটিতে ফেলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তারা চারজন আহত হন। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও মণিরামপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শহিদুল ইসলাম জামায়াতের কর্মী। নির্বাচন উপলক্ষে তারা বাড়িতে বোমা লুকিয়ে রেখেছিল। সেই বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছে।

এই বিভাগের আরও খবর