গোপালগঞ্জ প্রতিনিধি: শীতকালীন অবকাশ শেষে আজ রবিবার খুলছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শীতকালীন ছুটি শেষে।
আজ ১৩ জানুয়ারি থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, গত ৬ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ছিলো শীতকালীন ছুটি।
তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আজ রবিবার থেকে বিশ্ববিদ্যায়ের ক্লাশ-পরীক্ষা সহ সকল কার্যক্রম চালু হবে।