বিডিনিউজ ১০ ডটকম: ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর এমবিএ শিক্ষার্থীদের নিয়ে ‘সোশ্যাল এন্ট্রেপ্রেনিউরশিপ: এইচআরএম এজ এন এন্ট্রাপ্রেনিউর টুল’ শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়েছে।
ইউডা অডিটোরিয়ামে এ সেমিনারে আয়োজন করে ইউডার ব্যবসায় প্রশাসন অনুষদ ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউডা প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আহমাদুল্লাহ মিয়া। মাস্টার্স প্রোগ্রাম ডিরেক্টর প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম কীনোট স্পীচ রাখেন ও সভাপতিত্ব করেন।
সেমিনারে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন ও টেকনিক্যাল সেশন মডারেট করেন, ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আব্দুল্লাহ-হিল মুনতাকিম।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার তপন কুমার বিশ্বাস।
অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফাতিমা ইসলাম প্রিয়াংকা, প্রজেক্ট ম্যানেজার, সিটিইআইপি, এলজিইডি।
এ সময় উপস্থিত ছিলেন এমবিএ ও বিবিএ কো-অর্ডিনেটর এবং বিজনেস স্ট্যাটিসটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল কবির সন্ধি।