,

জবির ইউনিট-১-এ ভর্তিতে ৩ জানুয়ারির বিষয় বরাদ্দের স্লিপ বাতিল

বিডিনিউজ ১০ শিক্ষা ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ইউনিট-১ (বিজ্ঞান শাখা)’ এর প্রথমবর্ষের শূন্য আসনে ভর্তির জন্য ৩ জানুয়ারি প্রদত্ত বিষয় বরাদ্দের স্লিপ বাতিল করা হয়েছে।

রোববার (৬ জানুয়ারী) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেয়া হয়।

শিক্ষার্থীরা বিষয় পছন্দক্রম (সাবজেক্ট চয়েজ) প্রদানের পর বিভিন্ন বিভাগের আসন খালি থাকা সাপেক্ষে মেধা তালিকা অনুযায়ী ভর্তির সুযোগ দেয়া হবে। ভর্তি-সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্টদের ক্ষুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admissionjnu.info অথবা jnu.ac.bd)-এ এ-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর